অপরূপ বাহার সৌন্দর্যে দৃষ্টি কারী!
মনচায় দেখি বারে বারে!
মনোমুগ্ধকর বাতাস শরীর নীড়ে -
গান আসে যখন মুখে আপন সুরে!
ইচ্ছা করে শোনাতে গল্প তোমার ওই হাত ধরে!


চাঁদনী,, রাতে  জোৎন্সা আলোয় ভিড়ে,,,
মন চায় দেখি দু চোখ ভরে!
বলি কথা তোমার সনে,,,,,
অসময়ে সারা বেলা ভরে!


চেয়ে দেখি চাদের হালকা আলোয়-
তোমার কোমল ওই মায়াবতী মুখ,,
যে মুখে আছে লেখা আমার সর্বসুখ!


তুমি আমার প্রেম হয়তো বকুল ফুলের মালা,,,,,
তুমি আমার হৃদয়ের স্পদন গাথি সারা বেলা!


স্বপ্ন আমার তোমায় নিয়ে,,,
বহুদূর চলা!
যে পথে থাকবে প্রজাপতি মেলা!
চাদনী আলোয় মন ছুয়ে যাবে -
জোনাকির  মিটমিটে আলো!
তোমায় আমি বাসবো ভালো -
প্রাণ থাকিতে এই দেহ!