যতোদিন রবে প্রাণ মাটির পুতুলে,,
ততোদিন ডাকিবে মানুষ নাম ধরে!
মরিলে কেবা বলে মানুষ আছে শুয়ে,,,
লাশটা,, বলে ডাকিবে,,, তখন
কেউবা নাম নিবে মুখে!

তাই তো বেঁচে থাকতে করি কামাই!
করবো আমি নামের বরাই!

নামের বরাই করো, নাম দিয়েই পরিচয়।
নাম ছাড়া কেবা জগতে বেঁচে রয়।

নাম দিয়ে যায় মানুষ চেনা,
হয় খুজা অজানা ঠিকানা।

নাম তো অমূল্যধন,,, চাইলে যায় না পাওয়া!
নামের মাঝে বরকত থাকে,, নয়তো অজানা!
সুনাম দুর্নাম নামে থাকে, থাকে না মানুষ্যত্বে,,

আমার নাম হলে জানবে লোকে,,,
চেহারায় না চিনে,,,, চিনবে নামে।।।।

(চেষ্টা)