ঘুম যদি না আসে রাতে!
আমার সাথে কি থাকবে জেগে?
জোৎন্সা নাই বা উঠলো উঠানে!
অন্ধকার ছেয়ে যাক পরাণে!
আমার সাথে কি থাকবে জেগে?

কথা শেষ করেও করো না শেষ!
আর একটু একটু বলে,
রাত কাটিয়ে দাও বেশ!
কাল সকালে ঘুমের দেশে,,
হবো নিরূদ্দেশ!

তুমি আমি ছাড়া তখন,
ঘুমের দেশে থাকবে কারা?
হয়তো কোনো অজানা ডাক,,
মনে দিবে ইশারা!

আমার সাথে কি থাকবে জেগে!
অন্ধকার এই রাত,,,
ঝিঁঝিপোকার মাঝে নিশির ডাক,,
ভয়ে মন করবে আনাগোনা,,,,
কালো ওই চোখ জোড়া,,,
নিভু নিভু দিশেহারা,,,,
ঘুমের দেশে হারিয়ে যেতে নেই মানা!
আমার সাথে কি জেগে থাকবা?