দরকারে যার পাই না দর্শন !
বিপদে যে দেখোয় ঐশ্বর্য!
বিপদ কাটিলে তারে আর কিবা প্রয়োজন!!
তবু রাখি হাতে ধরে!
কোথাও যদি তার উপকারে আসি ভবে!!
যতটুকু সহায় আমার -দিয়েছেন খোদা সদায়!!
কি করে ফিরাই বলো - কিছুই তো নয় আমার!!
যতটুক কষ্ট হোক - পরেরর উপকারে!
ততোটুক আমার জীবপ্রেম এই ভব সংসারে!
মাথার তাজ আমি ভাবিয়া সম্মান করি!
যাহার উছিলায় -খোদা বিপদ দিল কাটি!!
হে খোদা!হে সৃষ্টির স্রষ্টা! সকল কিছুর মালিক!
পরম করুণাময় তুমি আল্লাহ!
ভরিয়ে দিও তার হৃদয়ের ডালাখানি!.
পরপকারে যে চাহিল না কিছু!