সবিশেষে যাহা পরিয়া রয় মৃত্তিকায়!
তাহা কেবলই মাত্র আমার কপালে শোভা পায়!
তাহাই আমি সম্মানে কপালে ঠেকাই!
বিধাতা যা দিয়াছে হস্তে আমার পরিতাজ্য হলেও আমার কাছে অমূল্য রতন!
আমি এই ভাবিয়া তাহা কপালে ঠেকাই!
যে ইহাই আমার জন্য বিধাতার দান!!
আমি সৌভাগ্যবান যে বিধাতা দিয়াছেন কিছু!
নহাত সবি আমার বিধাতারই দান!