তুমি ডিকেন্সের চাকরি খুজো!
সংসারের হাল ধরবে বলে!
দেশকে ভালোবাসবে বলে!!
তুমি একসময় প্রবাসী হওয়ার কথা ভাবো!!
বাস্তবতায় হার মেনে - আবার উঠে দাড়াবে বলে!!
তুমি একসময় অক্লান্ত, চাতক পাখির ন্যায়-
এ স্থান থেকে ওই স্থানে ছুটে চলো -
জীবিকা নির্বাহের আশায়!
অবশেষে তুমি জয়ী হও - হয়তো প্রত্যশায় নয়তো -
ভাগ্য মেনে নেওয়ার গল্পে!!
তোমার অক্লান্ত পরিশ্রম - একসময় সফলতার মুখ দেখে!!
হয়তো ইহাই তুমি চেয়েছে একসময় গোপনে!!