তুই বিদ্রোহী, তুই বিপ্লবী!
তুই সাহসী,তুই বীর!
তুই কেন ভীতু হবি,হবি পিছুপা!
অবাক দৃষ্টি কেন তোরে মুখে!
রক্ত লালে তুই চোখ সাজা!


তুই দাড়া,,সামনে দাড়া!
চল বুক ফুলিয়ে!
তুই তো জোয়ান!
বীর বাপের ছেলে!


তুই হলি গর্জে উঠা সিংহ!
তুই বাঘের থামা মারা গর্জন।
তুই কেন আতকে উঠবি?
তোর হুংকারে!
কাঁপপে শত্রুর পা!


তুই বীর বল,তুই শত্রুর জম!
তোর চোখে কেন জল!
ছি ছি মানায় না!
এ হয় না,হয় না,,হয় না।