একটু চোখ খুলে তুমি দেখো আজ
রক্তাক্ত ফিলিস্তিন,কাশ্মীর, সুদান;
পৃথিবীর বুকে কুফফার করছে রাজ
অকাতরে কেড়ে নিচ্ছে মুমিনের প্রাণ।


যে জাতি বছরের পর বছর ধরে শাসন করে
তারা আজ শাসিত হচ্ছে;
যে জাতি শতাব্দী ধরে শ্বির ধারা ছিল উঁচু করেে
আজ তারা পশ্চাত্যের সামনে গর্দান ঝুকিয়ে দিচ্ছে।


আজ মুমিন মাজলুম, রক্তে বহমান
কই জালিম ধ্বংসকারী পাখির ঝাঁক কই?
ভাই আবেগে শোকে হারিও না জ্ঞান
মনে রেখো,
            আমরা আবরাহার যুগে নই।


চলো একটু ইতিহাস ভ্রমণে যাই
মনে রেখো,
             হাবিবুল্লাহর চেয়ে প্রভুর নিকট প্রিয়তম কেউ নাই।


বদরের প্রান্তে সফলতা এসেছে
তবে তা এমনি এমনি নয়;
কত শহীদের রক্তে ময়দান ভেসেছে
তরবারী দিয়ে অর্জিত সে বিজয়।


ইসলামের দিকে যখনই নেমেছে
কোনো বিপর্যয়,
তখনই একদল সৈন রুখে দাঁড়িয়েছে
ফেলে মৃত্যুভয়।


তাই ভাই,
           অবস্থার পরিবর্তন যদি চাও
           তবে এখনই রুখে দাঁড়াও।
           হয়ে থাকে না আর অন্ধ-বধির
           তবেই তো ফিরে আসবে আবার
           খালিদ, কুতজ আর সালাউদ্দীনের মতো বীর।