তুই আমার লক্ষিসোনা এ দিলের রাজকন্যা
ভালোবাসি অনেক ওরে কি করে ভুলিরে তোরে
এই প্রাণটা শূধু পরে থাকে তোর মনেরই আঙিনায়
উদাসী মনটারে কি করে বুজাই
তুই ছাড়া আমি আরতো বাচিনা


কিভাবে চলে গেলি আমায় একা করে
যে ঘরে তোর কোন সংগি সাথি নাই


এ কোন মায়ায় তোর সংগে ছুটি
বলনা কোথায় দুজনে আজ করবো খুনসুটি
ফিরে আয় আয় ফিরে রাখবো এই বুকটি চিরে
আর কখনো যেতে দিবনা


কিভাবে চলে গেলি আমায় একা করে
যে ঘরে তোর কোন সংগি সাথি নাই
তোর কাছে ছুটে যাই ,মনটারে কি করে বুজাই
তুই ছাড়া আমি আরতো বাচিনা


যেখানে যাই ওরে তোর কথাই বারেবার মনে পড়ে
তুই ছাড়া জীবন আমার কিছুই ভাল লাগেনা
বেদনার রং মহলে কি করে ভুলে থাকি তোরে
তুই যে আমার একমাত্র লক্ষি সোনা


কিভাবে চলে গেলি আমায় একা করে
যে ঘরে তোর কোন সংগি সাথি নাই


তুই আমার লক্ষিসোনা এ দিলের রাজকন্যা
ভালোবাসি অনেক ওরে কি করে ভুলিরে তোরে
এই প্রাণটা শূধু পরে থাকে তোর মনেরই আঙিনায়
উদাসী মনটারে কি করে বুজাই
তুই ছাড়া আমি আরতো বাচিনা