আমি বুজিনি পদ্য গদ্য
হয়তো ভাবিনি কবিতায়
জ্যামিতির কঠিন সংজ্ঞায়
ভুল করেছি সরল অংক
তোর মায়াবি সরলতায়
আজো মিলছেনা হায়
কঠিন বাস্তবতায়
মায়া কান্নায় মিছে ছলনায়
ফিরে পাব কি সেই নিষ্পাপ চোখে
এক ফোটা বিন্দুর জল
দুটি বৃত্ত একই রেখায় সমুদ্র তল