আমার কথা রাখবে কি বন্ধু যদি আমি বলি
ঘুরে ভেড়াতে চাই তোর মনের সব অলিগলি
আমার কথা সুনবে কি বন্ধু যদি আমি বলি
সব ভুলে আয়না চলে একসাথে দুজনে
আবার একই পথে চলি


তোর সাথে হয়তো খানিকটা মন মালিন্য চলছে
এই বুকে মাথা রাখবি নিষ্পাপ মন বলছে
হয়তো কোনদিন ভুলেভরা অভিমান ভাঙবে
সেদিন আমায় পাবেনা নির্জনে একা বসে বসে কাঁদবে
হয়তো চোখের জ্বল মুছে দিতে আসবোনা
মুছে যাওয়া স্মৃতি গুলো কখনো আর ভাববোনা


তোর নিঃসংজ্ঞতায় আমি ছিলাম গল্পের সুচনা
এক একটা কাব্য হাজারো উন্মাদনা
আয়নার প্রতিচ্ছবি তোর গলারই গহনা
কেমন করে বেচে আছি কখনো তা জানতে চাইলেনা
মিথ্যে মায়ার আড়ালে করলে শুধুই ছলনা


আমি কি তোর ভোরের আকাশে রাত জাগা পাখি নই
এখনো মাঝে মাঝে রাতের আধারে  চাদের আলো হই
তুই এক একটা কাব্য আমার!ব্যাবধানটা  তবে কই
কি ভুলে মাথা ব্যাথার কারণ আজো আমি হই