চারিদিকে শুনি কলরব,
আজ বৈশাখী উৎসব
বৈশাখী মেলা বসে হাটে, মাঠে
মন বসেনা আজ পড়ার পাঠে।


বৈশাখী নব সাজে গাছগাছালি
বৈশাখী গান গায় পাখপাখালি
বৈশাখী রঙ মেখে কতো ফুল ফুটে
মন বসেনা আজ পড়ার পাঠে।


বৈশাখী পিঠাপুলি মায়ের হাতে
অনন্য স্বাদে যেন মিশ্রিত তাতে
বৈশাখী হাসি ফুটে কৃষকের ঠোটে
মন বসেনা আজ পড়ার পাঠে।