ছন্দের সাথে ছন্দ দিয়ে
ছন্দমালা গাথি
ছন্দের সাথে স্বর ছন্দে
ছন্দের হই সাথী।


ছন্দের সাথে গগন ঘুরি
ছন্দে গড়ি মেঘ
বৃষ্টি ঝরে ছন্দের তালে
বাড়ে গতিবেগ।


ছন্দের সাজে ফুল ফুটে
ছন্দে ছড়ায় ঘ্রাণ
ছন্দের সাজে প্রজাপতি
ভরায় সবার প্রাণ।


ছন্দ তালে সাগর মাঝে
জোয়ার ভাটা হয়
ছন্দ সুরে পাহাড় থেকে
ঝর্ণা ধারা বয়।


ছন্দ দিয়ে কাব্যগাঁথা
ছন্দ দিয়ে ছড়া
ছন্দ দিয়ে ছন্দ নিয়ে
ছন্দ ছড়া গড়া।