কেউবা সহিহ আট রাকাতে কেউবা বলে বিশ
আমজনতা পায় না খুঁজে শান্তি কোথায় ইশ
কেউবা পড়ে আমিন জোরে কেউবা পড়ে চুপে
আমজনতা খটকা মনে পড়ছে আঁধার কূপে।


কেউবা বলে হাত তুলিতে কেউবা করে মানা
আমজনতার প্রশ্ন হলো কেমনে সঠিক জানা
কেউবা বলে হানাফি ঠিক কেউবা আলবানি
আমজনতার প্রশ্ন হলো কাদের সঠিক মানি।


কেউবা বলে দাড়ি বড় কেউবা রাখলে হলো
কোন পথে যায় আমজনতা সহিহ পন্থা বলো
কেউবা সহিহ জুব্বা পড়ে কেউবা হল কোটে
আমজনতা বিভেদ দেখে পিছন থেকে ছোটে।


আমার কাছে উভয় বিষয় সঠিক বলে জানা
যার মনে যা ঠিক মনে হয় তার জন্য তা মানা
দ্বীনের কাজে বাড়াবাড়ি রবের কাছে নিষেধ
আমজনতা ঠিক করিতে দূর করি সব বিভেদ।


মসজিদ ভাঙ্গা বন্ধ করে গড়তে যারাই পাড়ি
তাদের জন্যই আমজনতার এককাতারে সারি
এককাতারে পড়লে নামাজ আসবে ঘরে সুখ
হিংসা বিভেদ থাকবেনা আর দূর হবে সব দুখ।