দস্যি ছেলে সকাল সন্ধ্যা
দুষ্টুমিতে মত্ত
মৌচাকেতে ঢিলটা ছুড়ে
পায়যে মজা কত্ত।


পায়যে মজা কুকুর মেরে
কুকুর করে ঘেউ
তার কারণে বিড়াল ছানা
করছে যে মেউ মেউ।


তার কারণে সহপাঠীর
ঝগড়া সারাক্ষণ
এমন করে দস্যি ছেলের
কাটছে দিনক্ষণ।


দস্যি ছেলে খেলতে মাঠে
মাঠের দিকে যায়
মাঠে দেখে পাড়ার ষাঁড়ে
মনের সুখে খায়।


এমন সময় চুপিসারে
লেজে মারে টান
রাগেক্ষোভে ষাঁড়ে তখন
চালায় অভিযান।


দস্যি ছেলে দৌড়ে ছুটে
আজ হবেনা ছাড়
বাঁচাও বাঁচাও ধ্বনি তুলে
করে সে চিৎকার।


আর যাবনা খারাপ কাজে
এই ধরিলাম কান
ষাঁড়ের কাছে ক্ষমা চেয়ে
চায় সে পরিত্রাণ।


দস্যি ছেলে সেদিন থেকে
দুষ্টুমি সব ছাড়ে
ভালো হওয়ার পথটা ধরে
সবার মনটা কাড়ে।