চিকচিক করলেই। হয় নাতো সোনা
বাকহীন কান্নাতে। হয় নাতো রোনা
নির্মল হাসি দিলেই। হয় নাতো সুখ
মনমরা চেহারাতেই। রয় নাতো দুখ।


কিছু কিছু হাসিতেই। কষ্টের ঢেউ
কিছু কষ্ট নিঃশ্চুপ। দেখেনা কেউ
দেখে সবে বাহিরেতে। বরফ গলে
ভিতরেতে দেখে না। অনল জ্বলে।


এভাবে হয়ে থাকে কতশত ভুল
কতো তরী পথহারা পায়না কূল।