দিকে দিকে মুসলিম যারা
কেঁদে উঠে বারবার
ফরিয়াদ করে কাতর কন্ঠে
রক্ষা করো রাহবার।

অসহায় মোরা আশ্রিত সব
পৃথিবীতে নেই ঠাঁই
যেথায় মোরা শান্তি খুঁজি
সেথায় দুঃখ পাই।

ইতিহাসে যারা বীরের জাতি
বাস্তবে দেখি ভেড়া
নিজেদের মধ্যে অনৈক্য রেখে
কেমনে হবে সেরা।

ঐশি বাণী পড়ে থাকি যখন
চোখেতে অশ্রু ঝরে
যতদিন হৃদে ভ্রাতৃত্ব ছিলো
ক্ষমতা ছিলো তরে।

যখনি তারা ভুলে গেলো সব
ভুলে গেলো ঐশি বাণী
তখনি তাদের গ্রাস করে নেয়
হাজারো ব্যথার গ্লানি।