একফালি চাঁদ মলিন মুখে ডেকে ডেকে বলে যায়
কি করে এবার ফুটাবো হাসি আমি যে নিরুপায়
মৃতপ্রায় এই ধরণীতে যদি ফুটাতে চাও সুখ ফুল
মানবের তরে বিলাও জীবন দূর করো সব ভুল।


দুস্ত দুশমন সকলের রাহে রাখো যদি অবদান
তাহলে তোমার বিষাদ কুটিরে আসবে সমাধান
ফুটবে হাসি জগতের মাঝে জীবন হবে রঙ্গিন
ছড়াবে সেথায় খুশীর জোয়ার ঈদ হবে সঙ্গিন।


এবার ঈদে অনুতাপী হয়ে রবের কাছে ক্ষমা চাই
রবের অবারিত রহমত ছাড়া মুক্তির উপায় নাই
জায়নামাজে অশ্রু ফেলে কান্নাতে করি আহবান
পাপের বোঝা ক্ষমা করো প্রভু দাওগো পরিত্রাণ।