স্মৃতি আমার অতীত হয়ে
দিচ্ছে শুধুই উঁকি
ছোট বেলায় খেলতে গিয়ে
নিতাম কতো ঝুঁকি।


বন্ধুরা নিয়ে পিছিল পথে
চলতো পিছিল খেলা
হাসিখুশী আর আনন্দেতে
কাটতো তখন বেলা।


কাদা মেখে বেলা শেষে
ফিরতাম যখন বাড়ি
মায়ে তখন কঞ্চি দিয়ে
দিতো আমায় ঝাড়ি।


হাতটা ধরে পুকুর ঘাটে
নিতো আমায় টেনে
স্নান করিয়ে আদর করে
বুকে নিতো টেনে।


মুখেতুলে খাইয়ে দিতো
মাথায় দিতো চুম
গানের সুরে স্বপ্ন চোখে
দিতাম আমি ঘুম।


ইচ্ছে করে যাই ফিরে যাই
সেইসে প্রীতি ক্ষণে
যেথায় শুধু সুখের ছায়া
নেইযে দুঃখ মনে।