ভোরের সময় তোমার আগে
জাগলে বনের পাখি
লজ্জা তোমার জীবন নিয়ে
থাকলো কি আর বাকি।


অলস বলে স্বীকৃতি আজ
তোমার খাতায় লিখা
অনেক কিছুই পাখি থেকে
তোমার আছে শিখা।


স্নিগ্ধ হাওয়ার শুদ্ধ ভেষজ
গ্রহণ করে পাখি
আর তুমি তখন নিঝুম ঘুমে
বন্ধ রাখো আঁখি।


মধুর সুরে রবকে ডেকে
বেড়িয়ে পড়ে কাজে
তুমি তখন অলস ঘুমে
সময় কাটাও বাজে।


পাখির মতো সুখের জীবন
গড়তে যদি চাও
আয়েশ ছেড়ে রুটিন করে
সময়কে সাজাও।