রক্তে কেনা অনেক দামী
মোদের বাংলা ভাষা
বাংলা ভাষা আছে যেন
রত্নে ভরা ঠাসা।

এতো মধুর মিষ্টি ভাষা
বিশ্বে কোথায় আছে
ভাষা যেন জীবন মরন
বাঙ্গালীদের কাছে।

মায়ের ভাষা বাংলা আমার
খোদার সেরা দান
রফিক সালাম বরকতের-ই
বিলিয়ে দেয়া প্রাণ।

রক্তে কেনা ভাষা মোদের
রেখো যতন করে
বাংলা ভাষায় কথা বলো
গভীর শ্রদ্ধাভরে।