আমি কবি- কবিতার মাঝে নিজেকে খুঁজি
                    কবিতায় চাই না রুটি রুজি।

আমি কবি- কবিতার ভাষা বুঝি
                  কবিতা আমার পূঁজি।

আমি কবি- কবিতা লিখে করি প্রতিবাদ
                 আছে যতো অন্যায় অপরাধ।

আমি কবি- গেয়ে যাই সাম্যের গান
                  কবিতা যে আমার প্রাণ।

আমি কবি- জালিমের বিরুদ্ধে লেখনী শক্ত
                    চাটুকার চাই না আমার ভক্ত।

আমি কবি- বাতিলের মসনদে করি কষাঘাত
                 খুশি কুঁড়েঘরে চাই না রাজপ্রাসাদ।