পরের অধিন বন্ধী ছিলো
মায়ের মাতৃভাষা
ফেব্রুয়ারীর একুশ তারিখ
জাগায় মনে আশা।

সাতচল্লিশে শুরু হলো
ভাষা নিয়ে যুদ্ধ
বায়ান্নতে বিজয় নিয়ে
বাংলা হলো শুদ্ধ।

রফিক সালাম হাসিমুখে
রক্ত দিলো ঢেলে
তাদের দেয়া রক্ত দানে
বর্ণমালা পেলে।

এই ভাষাতে মিশে আছে
বরকতেরই রক্ত
বাংলা মায়ের সন্তানেরা
বাংলা ভাষার ভক্ত।

আজকে দেখ মনের সুখে
গাইছে পাখি গান
মাতৃভাষা বাংলা হলো
রবের সেরা দান।