দিনে দিনে হৃদয় ক্ষণে বাড়ছে ভয়
কেমন করে ধরার বুকে শান্তি বয়
কেমন করে স্বাধীনতায় উড়বে পাখি
কেমন করে প্রশান্তিতে খুলবে আঁখি।


প্রশ্ন মনে সাজবে কি আর মরুভূমি
যে উদ্যানে বীরের পায়ে ধুলারচূমি
ফিরবে কি আর সজিবতায় গুল্মলতা
যেথায় গিয়ে পথিক পাবে কোমলতা।


এই আশাতে স্বপ্ন চোখে বেলা বহে
অনেক কষ্ট পাথর হয়ে যাচ্ছি সহে
আসুক ফিরে ধরার বুকে শান্তিধারা
স্বপ্ন চোখে তাইতো কবি পাগলপারা।