কোনোদিন কোনোএক অপ্রত্যাশিত দুঃসময়ে
আবারও যদি হয় দ্যাখা তোমার আমার,
হয় যদি হাঁটা অনতিদীর্ঘ পথ-
আমি অনিমেষ হারিয়ে যাবো ভালোবাসার খরস্রোতে
অনায়াসে হাজারবার পাড়ি দেবো সমধিক সাগর;


দীর্ঘবছর পর-
হারানো জননীকে ফের পাওয়া শিশুর মতো
আমিও তোমাকে দ্যাখে ভেসে যাবো আনন্দাশ্রুতে


আমাদের যাবতীয় নষ্ট-অতীত ভুলে
আবারও যদি হয় চৌরাস্তার মোড়ে দ্যাখা- হয় যদি পরিচয়
প্রথমবার যেমন হয়েছিলো তোমার আমার প্রেমালাপ
ঠিক সেদিনের মতো;
আমি চাই সেদিনের মতো পুনর্বার আমাদের পরিচয় হোক
একে-অপরের চোখে অপলক চোখ রাখা হোক
আবার ভালোবাসাও হোক
অভিমান হোক
তারপর হটাৎ অকারণে আমাদের চিরচেনা বিচ্ছেদ হোক।


আমাদের বিচ্ছেদক্লিষ্ট প্রাচীর থেকে মুছে ফেলে সমস্ত ইগো
যদি হয় দ্যাখা- আবারও হয় যদি প্রেম
হৃদয়ে আবার ফোটে যদি  প্রণয়প্রিয় একগুচ্ছ গোলাপ
আবারও হয় যদি ভালোবাসা তোমার আমার;


তারপর একটা সময় চাকরি না-পাওয়ার প্রশ্ন উঠুক
খানিকক্ষণ ঝগড়া হোক টেলিফোনে,
কথার আঘাতে হৃদয় কাচের মতো ভেঙে চুরমার হোক
ফিবোনাক্কি সংখ্যায় দুরত্ব বাড়ুক
হটাৎ ছোট্ট কোনো বিষয় নিয়ে আমাদের বিচ্ছেদ হোক


যখন আমি মৃত্যুর দ্বারপ্রান্তে উপনীত
ঠিক তখুনি তোমার সাথে আমার যদি হয় আবার দ্যাখা!