এইখানে তোমাদের জয়ধ্বনি, জয়োল্লাস—
আমি এক পরাজিত আহত সৈনিক।
তোমাদের পদতলে গোলাপের পাপড়ি
লাল নীল হরেক ফুলের অভিনন্দন—
রাজকীয় অভ্যর্থনাও কেবল তোমাদের জন্য।
আমার জন্য কাঁটাতার, দূষিত ডাস্টবিন।
কেবল তোমাদের জন্য মাউন্ট এভারেস্টের চূড়া।
তোমাদের টাপেটোপে মহাসমুদ্রে ওঠে
জলোচ্ছ্বাস, নদীতে বেসামাল
ঢেউ।
জোছনার চাঁদও এখন
তোমাদের স্বকীয় অধিকার।
তোমাদের দখলে বসন্তের কোকিল, বনোফুল
পাহাড়ি ঝরনা, স্রোতস্বিনী নদী-উপনদী
শীতের কুহেলিকা।


এইখানে তোমাদের জয়ধ্বনি, জয়োল্লাস—
এইখানে তোমাদের কুসুমাস্তীর্ণ পদচারণ।
এখন কংগ্রাচুলেশন শব্দটাও কেবল তোমাদের।
কেবল তোমাদের জন্য ফুটে বাগানের ফুল
ইউক্যালিপ্টাস, স্বর্ণচাঁপা।
গিটারিস্ট, সাইন্টিস্ট
মিউজিশিয়ানের সমস্ত প্রাচুর্য
সংগীতের আবহ— এইসব
এখন তোমাদের।


কেবল আমার জন্য নির্বেদ বিষাক্ত গরল।
আমার জন্য আগ্নেয়গিরি, আঁধার সিঁড়ি।
আমি তো ভূলুণ্ঠিত
আমি তো অথর্ব
মহাকালের ভূতপূর্ব আর্ট—
আমি তো নিয়তিখর্ব বিরহী কবির
মেঘাপ্লুত শার্ট।
০৮.০৭.২৩