ওখানে সুপ্ত ছিলো একফোঁটা
নদীরঙ—
সেই রঙের ভেতরে ভার্মিলিয়ন
টিউলিপ ম্যাগনোলিয়া আর
ছিলো
তরঙ্গায়িত উতরোল কনিয়াক।
ছায়ানীড়ের মতন একফালি চিদাকাশ;
সে-ও বাড়িয়েছিল হাত
ওভাবেই দাঁড়িয়েছিল শিহরিত রাত।
ওখানে
গুপ্ত ছিলো
সুপ্ত ছিলো
মুক্ত ছিলো
এক কোটি বাহাত্তর গোলাপ।
ফুলের মতো দিগন্তনীল কবিতারা
নিশিবক, কাকাতুয়া আর
নীলোৎপল হয়ে
কামোন্মত্ত প্রেমিকার মতন
মুখোমুখি দাঁড়িয়ে তৃষ্ণার্ত ঠোঁটে
চেয়েছিল—
'একটানা কুড়ি চুম্বন'।


সেখানে বুঁদ ছিলো বেশুমার প্রেম
তুমিও তো ছিলে—
আমার পাশে কাকাতুয়া হয়ে
তুমি
দাঁড়িয়ে ছিলে।
২৪.০৮.২০২২