কখনো গোলাপ,কখনো-বা চায়ের কাপ হাতে নিয়ে
সম্মুখে দাঁড়িয়ে থাকা। রোজরোজ এতোবেশি কেয়ার
আমার ভাল্লাগে না।


আমার জন্যে তোমার ভীষণ মনখারাপী—
দিবানিশি অপেক্ষা আর
দুর্ভাবনা
উদ্বিগ্নতায় স্বাদিষ্ঠ ঠোঁট শুকিয়ে যাওয়া,ভাল্লাগে না।


খানিক অসুখ-বিসুখে অদূরে তোমার রাত্রিযাপন।
অহর্নিশ শুধুই আমাকে ঘিরে ব্যস্ত থাকা,ভাল্লাগে না।


এতোবেশি কেয়ার আমার ভাল্লাগে না।


তুমি কেবল বসেই থেকো—
তোমার কেয়ার-টেয়ার আমাকে
না-হয় করতে দিলে,হাস্যরতি।
২১.০৩.২০২২