তুমি চাইলেই আমি হতে পারি নির্মেদ আকাশের
ইমার্জেন্সি কিউমুলাস মেঘ। তোমার শহর চৈত্রেও
শীতোষ্ণ থাকার যথাযথ পদক্ষেপ আমি নিতে পারি,
ঘটাতেও পারি আর্দ্র বাতাসের নাটকীয় সমারোহ,
সুউচ্চ পাহাড়ের মতো থেকে যাব— তুমি যদি চাও।


তুমি যদি চাও,
সাঁতারু মার্লিন হয়ে
তোমাকে খুঁজে নেব, কখনও যদি
নিতলেও যাও।


তুমি চাইলে আমাদের নিরাপদ সংসার হবে।
কৈশোরের ঘুড়ি ওড়ানো দিন, রঙিন সুতোর
প্রতিচ্ছবি, মাটির হাঁড়ির খোলামকুচির আড্ডায়
মেতে উঠবে আমাদের ফুটফুটে ছেলেমেয়েরা।


বিষের আরক জেনেও আকণ্ঠ পান করে অনায়াসে
বিষাক্ত হতে পারি; তোমার উঠোনে ভাঁটফুল, কুর্চি
এবং বাগানবিলাস হয়ে ছড়াতে পারি ফুলেল সুঘ্রাণ।


চাঁদনি, ভালোবাসা পেলে আমি কিনা হতে পারি?
১১.০৫.২০২৩