আমার পতনে ঝরবে না নক্ষত্রের
ডানা, পাখির পালক ময়ূরপুচ্ছ
পুঞ্জীভূত হবে না কিউমুলাস মেঘ
বর্ষার অঝোর বৃষ্টিধারা, শিলাবর্ষণ।
বৈরী বাতাসে উড়বে না মরুঝড়
জলোচ্ছ্বাসে উত্থিত হবে না বঙ্গোপসাগর
পূর্ব-পশ্চিম-উত্তর অথবা দক্ষিণ থেকেও
ধেড়ে আসবে না টর্নেডোর পূর্বাভাস
অপ্রতিরোধ্য ঘূর্ণিঝড়, সাইক্লোন।
আমার প্রস্থানে কেঁপে উঠবে না এক-ইঞ্চি মাটি
ঢাকা শহরের বয়স্ক হিজলের ডাল, লেবুপাতা
অথবা মূর্ছিত হবে না দেবারাই গ্রাম।
আমার বিয়োগে ব্যথিত হবে না—
সুন্দরবনের আহত হরিণ,
কবিমহল, ধূসর ডানার শালিকের ঝাঁক
দোয়েল কোয়েলের বিষণ্ণ দুপুর।
আমার শোকে কাতর হবে না তোমার আঁচল
কেঁপে উঠবে না ঠোঁটের আফিম, কপালের
কোণে সিঞ্চিত হবে না ভোরের শিশির
আমার পতনে থমকে দাঁড়াবে না
দখিনা বাতাসের সামান্য গতিবেগ।