আমার অনন্ত বিষাদে ছেয়ে যাওয়া
বিবর্ণ আকাশ—
একটু সুনিবিড় নীলিমাতে
সুনীল হতে পারতো।


আমার পাংশুটে অন্তরীক্ষ
জ্যোৎস্নার মনোহর
আলোতে
হতে পারতো চাকচিক্যময়—
আর সেই মনোজ্ঞ নভোমণ্ডলের সমগ্রতে
ছড়িয়ে-ছিটিয়ে থাকতো অগণন জ্যোতিষ্মান নক্ষত্র।
অথচ আমার বিষাদের আকাশপটে
শুধুই বিষণ্ণতা। বিষণ্ণতা।
০১.০৩.২০২২