একটু একটু করে বিষাদগ্রস্ত আমার জীবন
শোক ও দুখের মধ্যস্থলে,
                                শেষ হয়ে যায়;
এই পৃথিবীর চেনা-অচেনা প্রচ্ছন্ন সুখ
বিষণ্ণতার মধ্যখানেই
                   শেষ হয়ে যায়,
এক নিমিষে গালের হাসি আমূল পাল্টে
দুখ হয়ে যায়,
         রোগ হয়ে যায়, শোক হয়ে যায়। 
বিষাদগ্রস্ত এই জীবনে একে একে
                      রাত ভুলে যাই, 
ঘুম ভুলে যাই, দিন ভুলে যাই, 
সব ভুলে যাই, সব ভুলে যাই।


এদিক ওদিক তাকিয়ে দেখি
                  লুকিয়ে থাকা বুকের আগুন,
চোখের আগুন দ্বিগুণ হলো,
                           কেউ দেখেনি!
আমার জীবন পুড়ে পুড়ে ছাই হবে না,
             ক্ষয় হবে না, শেষ হবে না,
শুধুই পোড়াবে এমন করে......