স্মৃতিপট হতে মোচন হবে না
কাহিনিটি কোনোদিন
আহত হৃদয়ে রোদন করেছি
সারারাত ঘুমহীন।


গোপনে গোপনে বিরহী নয়নে
ফেলেছি চোখের জল
ক্রন্দনে মোর শামিল হয়েছে
পাখি ও দূর্বাদল।


অনাহারে সেই কেটেছিল রাত
কষ্ট পাইনি মনে
এমন আঘাত পাইনি কোথাও
ছোট্ট এই জীবনে।


আঁখি হতে জল অঝোরে ঝরে
কাঁদিলাম প্রাণ খুলি
হয়তো আমার ক্লান্ত নয়নে
পড়েছে পথের ধুলি।


চাইনি সেথায় করতে রোদন
ফেলতে চাইনি জল
তবে কেনো এই বেহায়া লোচন
কাঁদিল অনর্গল?


ফিরে ফিরে আমি কার পানে চাই
বলিব তা নিশ্চয়
আমার সহায়-দয়াময় প্রভু
চাই হেথা আশ্রয়।