বিরক্তির কারণ হয়েছি জেনে ফিরিয়ে নিলাম
আঁখিপল্লব, যে চোখ তোমাকে নিখুঁত ভালোবাসার
বিহ্বলতা বিলিয়ে দিতে চায়। অথচ তুমি তার
যৎসামান্যও চাওনি, করনি অভিযোগও একটিবার।


তাহলে তোমাকে ভালোবাসা কি অপরাধ?


তোমাকে পিওর ভালোবাসা দিতে যেয়ে আমি
কীভাবে মাইলের পর মাইল করেছি বিষাদের চাষাবাদ
গোলাপের পাপড়ি ছুঁতে যেয়ে কতবার বিষদর্প সাপের
ছোবলে আহত হলাম। তুমি গোলাপের সুঘ্রাণ
নিয়েছ ঠিক; দেখনি বিষাক্ত হাতের ব্যথাকাতুরে দাগ।


তোমাকে ভালোবাসা কি আমার দুর্বলতা?


তোমার টানটান চোখ—
কালো দিঘল চুলের বাহারি চমক,
যাদুকরী আঙুলের ডগায়
মেহেদির সুনিপুণ কারুকাজ।
কালচে ওড়নার ভেতর লাজুক চাহনি দেখে
আমার বিরান হৃদয়ে আছড়ে পড়েছে প্রণয়ের
অবারিত জল।
সেকারণেই তোমাকে ভালোবেসে
হয়েছি বিহ্বল।
১৩.০৫.২০২৩