প্রিয়তমা,
আমি যে আগেকার মতো নেই আর—
বিবর্তনবাদের অনিলে আমার সবকিছু বদলে গেছে।
সোনালি মাছের সংকীর্ণ অ্যাকুরিয়ামের মতো
ছোট্ট আনোখা লেকে পড়ে আছে আমার অনন্যোপায়ি
বিধ্বস্ত জীবন—
বিপরীতে মোহনীয় পঙ্কলিপ্ত নষ্ট-পৃথিবী।
এ গোপন ত্রাসন সংবাদ আর কেউ না, কেবল আমিই
জানি। কেবলই আমি।


প্রিয়তমা,
হেরকুলেনিয়াম আর পম্পেই নগরীর মতো সহসা
এক সন্ধ্যেবেলা ভয়াবহ অগ্নুৎ্পাতে
ফড়িঙের মতো আমার নিমীল শহরতলি পাল্টে গেছে  
অর্থাৎ অগ্নি-উদগিরণে সবকিছু তছনছ হয়ে গেলো।
অথচ, এ বিশেষ বার্তাটিও তোমাতে পৌঁছায়নি কখনো।


প্রিয়তমা, আমি যে আগেকার মতো নেই আর—
তোমার শূন্যতার তীব্র অনলে সবকিছু বদলে গেছে।


আমি অনেকটা বদলে গেছি, তবু
একটা-পল তোমাকে দেখতে পেলেই আজো আমার
গোল্ডেন টরটয়েজ বীটলের মতো ফিকে রঙ মুছে
হয়ে যেতে ইচ্ছে করে উজ্জ্বল স্কারলেট।
—ওই আটপৌরে গোপন অসুখ কেবল আমিই জানি,
কেবলই আমি। —মনে রেখো, হে রূপসী প্রিয়তমা-
আমি কস্মিনকাল তোমাকে পেলে আবার সবকিছু
মাড়িয়ে বিপরীতক্রমে বদলে যাবো।
আমূল পাল্টে যাবো।
স্রেফ তোমাকে পেলে আমি বদলেই যাবো,প্রিয়তমা।