জানতে চাইনি কেউ,
হৃদয়ে কষ্ট কতো
গোপনে গোপনে কাঁদি,
নিশিরাত অবিরত।


কেউ বুঝে-না আমার,
হৃদয়ে কতোটা ব্যথা
চেহারায় থাকে হাসি,
আমি এক অভিনেতা।


হাসতেও জানি ভালো,
বিরহ পিছনে ফেলে
মিটবে মনের জ্বালা,
একবার দেখা পেলে।


শুধুই মালিক জানে,
তুমি যে আমার প্রাণ
তোমায় দেখলে হবে,
বিরহের অবসান।


গগনে উঠেছে চাঁদ,
দৃষ্টির অগোচরে
দেখতে পাইনি হায়!
মেঘের অন্ধকারে।


অবহেলা সবখানে ,
আমি বড়ো নালায়েক
হৃদয়ে দহন কতো,
করিনি তো উল্লেখ।