সবকিছু ফেলে উদাস দুপুর, পায়ের নূপুর,
হলেও ভালো। সবকিছু ফেলে—
আকাশের নীল, সাদা গাঙচিল, হলেও ভালো।


সবকিছু ফেলে—
ভোরের শিশির; রুবি-আংটির
হলেও ভালো।


সবকিছু ফেলে শ্রাবণের ধারা
কিংবা সিতারা হলেও ভালো। সবকিছু ফেলে—
তীর্যক রোদ, বারি-বুদবুদ
হলেও ভালো।
সবকিছু ফেলে একফোঁটা জল
হলেও তো ভালো।


সবকিছু ফেলে হিজলের বন, চূর্ণীভবন হলেও ভালো।
সবকিছু ফেলে—
সুপারনোভা; ধ্বংসের লোভা হলেও ভালো।
সবকিছু ফেলে কৃষকের ধান, পাখিদের গান
হলেও ভালো।


সবকিছু ফেলে নিপুণ আরশি,
মিহিন শার্শি হলেও ভালো। সবকিছু ফেলে—
জলভরা তীর আর রঙের আবির, হলেও ভালো।
সবকিছু ফেলে—
        সবুজাভ ঘাস,
               ভাসমান লাশ,
                        হলেও তো ভালো।