গতকাল বসন্ত এসেছিলো, সমস্ত দুঃখ ভুলাতে
তাকে ফিরিয়ে দিয়েছি।


আজ সন্ধ্যায় চাঁদ তার মনোহর জ্যোৎস্না নিয়ে,
আমার বারান্দায় আসার কথা ছিলো;
তাকেও ফিরিয়ে দিয়েছি।


এখন অনেক শুভাকাঙ্ক্ষীরা দলবেঁধে আসছে
এক্ষুনি তড়িৎবেগে ফিরে যেতে;
একখানা চিঠি লিখেছি।


প্রখর রোদে ধু-ধু প্রান্তরে দাঁড়িয়ে থাকা
এক পরিযায়ী পাখির মতোন
জনস্রোতে থেকেও একাকীত্বকে সঙ্গী করেছি।


|| জনস্রোতে একা ||
-মো কাওছার আহমদ [অনন্য কাওছার]