আমি অতি সাধারণ-
আমার কোনো যোগ্যতা নাই।


চমকে দেওয়ার মতো বিস্ময়কর আবিষ্কার,
শুকনো লাঠিকে সাপে পরিণত করবার গুপ্ত মন্ত্র,
সফেদ পেপারস পলে হাজার টাকার নোট
কিংবা পলে উড়ন্ত কবুতর করবার
মোহনিয়া যাদুবিদ্যা, আমার আদৌ জানা নাই।
আমি সাধারণ- আমার কোনো যোগ্যতা নাই।


শত্রুকে পরাস্ত করবার কার্যোদ্ধার কৌশল,
কারাগার কিংবা ফাঁদ থেকে বেরিয়ে আসার
অননুমেয় অদম্য দুঃসাহস, এমনকি
সহযোদ্ধাদের কীভাবে বিশাল শত্রুবাহিনীর বিরুদ্ধে
অনিমেষ উজ্জীবিত করতে হয়- তাও জানা নাই।
আমি সাধারণ- আমার কোনো যোগ্যতা নাই।


আমি অতি সাধারণ-
আমার কোনো যোগ্যতা নাই।
আমার বাবারও তা
কোনো কালেই ছিলোনা।