যেমনটা ফিলিস্তিন—
ক্ষেপণাস্ত্রের গর্জনে দেয়ালের দিকে
সরে যাচ্ছে বারবার; আকাশের নীলে
তাকিয়ে তাকিয়ে চোখের আগুনে
যথারীতি পুড়িয়ে ফেলছে অদৃশ্য সুতো।


যেমনটা ফিলিস্তিন—
জীবন্ত লাশের মিছিলে গুলিবর্ষণে
রক্তজবার মতো ক্রমশ
আবিষ্কার করছে স্বাধীনতা
সার্বভৌমিক উর্বর জমিন,
পবিত্র আল-আকসা।


যেমনটা ফিলিস্তিন—
শতাব্দীর পর শতাব্দী পৃথিবীর
মানচিত্রে সুউচ্চ মিনারের মতো
দাঁড়িয়ে আছে, আজো।


যেমনটা ফিলিস্তিন—
বুকের ভেতর বারুদের মতো
সগৌরবে পুষে নিচ্ছে দুর্বার বুলেট
মিসাইল আগ্নেয়াস্ত্র যুদ্ধসরঞ্জাম
রণবাদ্য। রণকৌশল।


যেমনটা ফিলিস্তিন—
গোলাপের মতো ফুটফুটে
বালকবালিকার,
কাফনে পোড়ানো শোক।
বুলেটের স্রোতে শতচ্ছিন্ন
পাথরের মতো বুক।


কেন আমাদের অনৈক্য প্রহর?
আমাদেরও হবে নাকি একদিন —
আজ যেমনটা ফিলিস্তিন।