১.
কবে যে আমার আমিটাও বিক্রি হয়ে গেছে।
অথচ আমি তা জানিও নি কখনও।
এইযে শুনুন, অন্তত আমার হৃদয়টা ফিরিয়ে দিন।


২.
নিজের বলতে যদি আদৌ কিছু থাকতো—
তাহলে সহজে হৃদয় করতো না অন্য হৃদয়ের দাসত্ব,
কবিতার কাছে বিক্রি হতো না শতাধিক কবি,
ফুলের বিপরীতে কেনাবেচা হতো না ভালোবাসা,
আমিও সহজে বিক্রি হতাম না তোমাতে, প্রিয়তমা।