তোমরা আমার নীরস মুখে হাসি ফোটাতে
এনেছ পাখিদের রঙিন পালকের মতো
                        অগুনতি বিজয় ধ্বজি,
হিমালয় থেকে এনেছ রহস্যময় সুমিষ্টঘ্রাণ,
রঙিন প্রচ্ছদে মুড়িয়েছ আমার প্রতিকৃতি,
তবুও নীরস দেখেছি
          কবিতার প্রাণহীন ঠোঁট।


অনেক বছর আগেই,
গোরস্তানে দাফন করে এসেছিলাম
আমার আলোকিত স্বপ্নগুলো,
               বিরহ ভুলানো কবিতাগুলো।


এখন,পৃথিবীর সমস্ত অনাবৃত গোলাপও যদি
সাজিয়ে রাখো আমার করতলে,
                   কোনো লাভ নেই!
                   কোনো লাভ নেই!


তোমরা বরং আমার দুরবস্থার কথা ভুলে গিয়ে
তোমাদের লোকাতীত সুনিপুণ হস্তে,
অসংখ্য উজ্জ্বল নক্ষত্র দিয়ে সজ্জিত করো
             তোমাদের মেঘাচ্ছন্ন আকাশ।


আমি নাহয় হাসিমুখেই
তোমাদের তারকামণ্ডিত নভস্তলে
       একটি জীবন কাটিয়ে দিলাম।