ওটা কোনো বেঁচে থাকা নয়;
জলতেষ্টায় চিৎকার করেও আঁজলা ভরতি জল
পাইনি ঠোঁটের কোণে, বৃষ্টির জলটুকুও না,
মহাপৃথিবীর সমুদ্রে, নিকটবর্তী দিঘি-পুকুরের
সামান্য জলটুকুতেও আমার কোনো অধিকার নেই।
হায়- ওটা কোনো বেঁচে থাকা নয়। বেঁচে থাকা নয়।
নির্জন দ্বীপপুঞ্জে ডাহুকের একাকীত্ব
জলাশয়ে রঙিন শারসের জীর্ণ বুকের বিষণ্ণতা
তৃষ্ণার্ত চাতকীর রোমশ পেখমের পলেস্তরার মতো
অপরিমেয় দুর্বিষহ বিষাদ-বিভীষিকা
বনের হিংস্র শ্বাপদের মতো
আমাকে টেনেহিঁচড়ে
নিয়ে যায় প্রাচীনকালের নির্জন গুহায়;
যেখানে দুর্বিনীত জীবন বিভীষিকাময়
না, ওটা কোনোভাবেই বেঁচে থাকা নয়।