ওষ্ঠপুট সুচ দিয়ে সেলাই করেছিলাম
মাটির নীরবতা আমার ছিলো,
                             সৌহৃদ্য সরূপ।


নিষ্ঠুরতা শিখেছিলাম বলে,
শ্রবণেন্দ্রিয় নিজ হাতে করেছিলাম বিমর্দ;
মুখের ভেতর আগুন জ্বেলে
         পুড়িয়ে ছিলাম প্রতিবাদী সংগীত।


নয়তো সে গান ইতিহাস সৃষ্টি করতো,
সমুদ্রগর্ভে জন্ম নিতো অমিত শক্তি,
অনন্যোপায় হয়ে পালিয়ে যেতো
                               বোম্বেটের দল।


ওষ্ঠপুট সুচ দিয়ে সেলাই করেছিলাম বলে,
জল্লাদের বিকৃত চেহারা দেখেছিলাম
আকাশে বাতাসে উৎক্ষিপ্ত।


মাটির নীরবতা সৌহৃদ্য সরূপ ছিলো বলে,
প্রতিটা ধুলাবালি থেকে দেখেছিলাম
হিংস্র শ্বাপদের উত্থান।