কোনোদিন আসবে না ফিরে
তা জেনেও কেয়াপাতা বেলিফুল
তুলে রাখি ভাঙাচোরা নীড়ে।
বাবুইপাখির মতো যেটুকু রপ্ত আছে
বাসা-বুননের চারুশৈল্পিকভাব,
তাঁর সবটুকু যাদুকরী ঠোঁটে
নকশিকাঁথার মতো ফুল হয়ে ফোটে।


কোনোদিন আসবে না ফিরে
তা জেনেও পালতোলা নৌকোর মাঝি হয়ে
বসে আছি সাগরের তীরে।


মহাকাশে কতো পাখি ডানা মেলে
উড়ে গেছে রোজ— কেউ আছে
কেউবা নিখোঁজ। তদ্রূপ,


আমিও যে তাই
তোমার ঠিকানা খুঁজে মহাকাশে
পতাকা উড়াই।