নবনীতা,
তুমি আলতোভাবে ছুঁয়েছ হৃদয়
হৃদয়ের পৃষ্ঠদেশের সতেজ উর্ধ্বমুখী ঘাস
বর্ষার কচি নবনীপ,
তোমার আঙুলের সৌহার্দ্যে
বেড়ে ওঠে কয়েকখণ্ড মহাকাব্য
নিভাঁজ চিঠি
কবিতা।


তোমার কপোলে গোলাপের সুগন্ধি
হাতের মুঠোয় ফাগুনের
বিমূর্ত আগুন।
তোমাকে পাঠোদ্ধার করতে এলে
চর্যাপদের অন্তর্নিহিত পাঠ
কোনোভাবেই অনাবশ্যক নয়।


তোমার চোখে তাকালে
চোখের ভেতর জ্বলে ওঠে নাক্ষত্রিক
নিযুতকোটি যুবতী পিদিম।


যেন চোখের ভেতর মিশরীয় সভ্যতা; নীলনদ
ঝলসে ওঠে এশিয়া ইউরোপ ও আমেরিকা।
নবনীতা, তুমি দার্শনিক কবির নবীন কবিতা।