দেখিবার তরে ভেজে মোর আঁখিপাত
তুমি বিনে নেই ভালো কাঁদি নিশিরাত।
দেখিনি তোমায় চোখে পিয়াসী হৃদয়
যাঁর প্রেমে আশিকের হয় জ্ঞানোদয়।


ফেরাবার মতো নয় আলোকিত আঁখি
তোমার চরণ তলে মোর সব রাখি।
নূরানী চেহারা যাঁর করে ঝলমল
করুণায় যাঁর দিল কুসুমকোমল।


আশিক দিদার পেতে প্রেমে মাতোয়ারা
তোমার হাসিতে হাসে সুধাকর তারা।
তোমার পরশ পেলে মৃত নদ-নদী
নিমিষেই কলকলে বহে নিরবধি।


তৃষাতুর প্রাণ পাখি দেখা পেতে চায়
ছটফট করে রোজ বিকল খাঁচায়।
এখনও শায়িত আছো আরবের ভূঁয়ে
তোমায় তাযীম করে গাছপালা নুয়ে।


বিকল চরণে সেথা যেতে নাহি পারি
বিত্তহীন আশিকের নেই সওয়ারি।
কত দিন কত রাত কেঁদে মোর কাটে
পাগলের মতো মন সেই পথে হাঁটে।