সেদিনের অবাচ্য কাহিনির পর—
আমি আর কোনোদিনই প্রণয়ী-প্রতীক জেনে
গোলাপের দিকে বাড়াই নি প্রগলভ-হাত।


গোলাপের ঘ্রাণতর্পণ ঠোঁটে এঁকে দিই নি
অভিশপ্ত চুম্বন—
ধনুকের ছিলার মতো আমি সমীপবর্তী হয়েও
নিতে চাইনি মুখশ্রী চিবুকের উন্মত্ত সুঘ্রাণ।


সেদিনের অবাচ্য কাহিনির পর
আমি আর কখনোই দেখিনি তোমার সুঁদীর মতো
সুচারু-কপোল।


আমার মুখের ‘পর ছুড়ে ফেলা
তোমার নিশ্ছিদ্র প্রতিশ্রুতি— দুরূহ শপথ।
অনন্তর—
আমি আর কোনোদিনই নির্নিমিখ চোখে দেখিনি
তোমাকে। রোমাঞ্চিত আলোস্তম্ভ দেখিনি আর।
২০.০৩.২০২২