মা-বাবার সাথে মোরা আছি নিরাপদে
অনাথ অনাথা কাঁদে ক্ষুধাতুর হৃদে।
অসহায় কেউ নেই অনাথের পাশে
কারো দেখে মায়া হয়,কেউ উল্লাসে...
খেয়াল বা বেখেয়ালে ভাঙে যারা মন
করতে পারেনা তারা স্বর্গে-গমন।


অনাথ ও অনাথারে দিলো যারা দুখ
পায়নি কখনো তারা স্বর্গীয় সুখ।
অনাথের কঁচি মন, মুখে অভিশাপ
পায়নি রেহাই কেহ করে অনুতাপ।
আজ থেকে সব্বাই হও সাবধান
পোশাক,খাবার,রুটি করো সবে দান।


দুখী অনাথের শীরে যিনি রাখে হাত
করবেন প্রিয় নবী তাঁরে শাফায়াত।