জুলি—
আমি একটা অনুপযোগী প্রাচীন কারাগার চাই। যেখানে
একদম চুপিসারে নিজেকে আটকে ফেলতে পারি।
দ্যাখো, দ্যাখো, ওভাবে দিনের পর দিন অদৃশ্য শিকলে
আটকে থাকার চেয়ে বরং সেই ভালো। সেই ভালো।


অমেয় প্রাচুর্য তোমাদের হোক। আমি তো পেয়ালাভর্তি
বিষাক্ত সায়ানাইড চাই অথবা সক্রেটিসের হেমলক।
যাতে-না আমি আর আগ্নেয়চোখে নিজেকে সস্তা
সিগ্রেটের মতো বারবার ফুরিয়ে যেতে দেখি— না-না
নিজেকে এখন অমিশ্র হেমলকে একেবারে বিষিয়ে দিই।
জুলি—
বাতাসে বাতাসে অহর্নিশ দীর্ঘশ্বাস
মিশিয়ে দেওয়ার চেয়ে বরং সেই ভালো। সেই ভালো।